অসমের ডিব্রুগড়ে এনকেফেলাইটিস রোগে আক্রান্ত হয়ে মৃত ২৯
প্ৰতীকী ছবি, সৌঃ আন্তৰ্জাল
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ বর্ষার মরশুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সর্বত্র মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এনকেফেলাইটিস সহ অন্যান্য জল বাহিত রোগের সৃষ্টি হচ্ছে। এর মধ্যে উজান অসমে জাপানিজ এনকেফেলাইটিস রোগ ব্যাপক আকার ধারণ করেছে। বুধবার ডিব্রুগড় মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন এই হাসপাতালে ১৬০ এনকেফেলাইটিস রোগীর চিকিৎসা চলছে, তার মধ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে।
নিম্ন অসমের রাঙিয়া অঞ্চলেও জাপানিজ এনকেফেলাইটিস রোগের প্রাদুর্ভাব ঘটেছে। বিশেষজ্ঞ ডাক্তাররা পরামর্শ দিয়েছেন বাড়ির আশেপাশের পরিবেশ যেন পরিষ্কার পরিছন্ন থাকে, জল জমা না থাকে, শুয়োর থেকে দূরে থাকা, মশারি যেন অবশ্য ব্যাবহার করা হয়। ডাক্তাররা নানা পরামর্শ দিলেও স্বাস্থ্য বিভাগের কোনও পদক্ষেপ আছে বলে মনে হয় না। অপরদিকে বিহারের মজফ্ফরপুরে প্রচণ্ড গরমে শিশু মৃত্য ছাড়াও জাপানিজ এনকেফেলাইটিস রোগে শতাধিক মানুষ মারা গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন ঘটনাস্থল পরিদর্শন করেন। মজফ্ফরপুর লিচুর জন্যে বিখ্যাত। ডাক্তারদের দাবি গরিব মানুষগুলো খালি পেটে লিচু খেয়ে মারা যাচ্ছে। এই দাবি কিন্তু প্রতিষ্ঠিত হয় নি।
কোন মন্তব্য নেই