Header Ads

হদিশ মিলল ভারতীয় বায়ুসেনার নিখোঁজ হয়ে যাওয়া এএন ৩২ বিমানের

প্ৰতীকী ছবি
নয়া ঠাহর প্রতিবেদন, গুযাহাটিঃ একসপ্তাহ তল্লাশি অভিযান চালানোর পর অবশেষে খোঁজ মিলল ভারতীয় বাযুসেনা নিখোঁজ হয়ে যাওয়া এএন ৩২ বিমানের। মঙ্গলবার অরুণাচল প্রদেশের লিপো এলাকায় নিখোঁজ আন্তনভ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। এদিন ওই এলাকায় বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টার দিয়ে তল্লাশি চালানোর সময় নিখোঁজ হওয়া বিমানটির ধ্বংসাবশেষ সেনাবাহিনীর চোখে পড়ে। গত ৩ জুন দুপুর ১টা নাগাদ যোরহাটের রানওয়ে থেকে অরুণাচল প্রদেশের মেচুকা ভ্যালির অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডের দিকে যাওয়ার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় বায়ুসেনার এএন-৩২ বিমানটি৷ তখন বিমানটিতে সওয়ার ছিলেন আটজন কর্মী ও পাঁচজন যাত্রী-সহ মোট ১৩ জন৷ জানা গিয়েছে, উড়ানের কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আন্তনভ বিমানটির৷ এরপর বায়ুসেনার আধিকারিকরা নিয়মিত নিখোঁজদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.