Header Ads

অস্ত্র শস্ত্র সহ ডিমা হাসাও ও কার্বি-আংলং সীমান্তবর্তী উমরাংশু থেকে কেপিএলটির ৫ জঙ্গি আটক


   বিপ্লব দেব, হাফলংঃ কার্বি-আংলং ও ডিমা হাসাও পুলিশের জালে আটকা পড়ল আলোচনা বিরোধী কেপিএলটি জঙ্গি সংঘটনের পাঁচ দুধর্ষ ক্যাডার। সঙ্গে উদ্ধার হয় বৃহৎ পরিমানের অস্ত্রশস্ত্র সহ গোলাবারুদ। ধৃত এই পাঁচ জঙ্গি সদস্য গন্ডার হত্যার সঙ্গে জড়িত রয়েছে বলে জানা গিয়েছে। বিগত ১৫ দিন ধরে অভিযান চালানোর পর অবশেষে ডিমা হাসাও ও কার্বি-আংলং জেলার সীমান্তবর্তী উমরাংশু এলাকা থেকে এদের আটক করে কার্বি-আংলং ও ডিমা হাসাও পুলিশ। আটকাধীন জঙ্গি সদস্যরা হল মুখ্য সেনাধ্যক্ষ রিতেশ টেরণ, সচিব মেনসিং তকবী, মেনসং ক্রামছা, বিস্তার হানসে, হেডসিং ফাংচু, জিতেন ক্রো এবং হারসিং রংহি। ধৃত পাঁচ জঙ্গি সদস্যের কাছ থেকে পুলিশ বিভিন্ন ধরনের মেগজিন ৪ টি পিস্তল বৃহৎ পরিমানের সজীব গুলি, মোবাইল হ্যান্ড সেট, সিমকার্ড অর্থ দাবিপত্র রসিদ বই উদ্ধার করে। উল্লেখ্য কিছুদিন আগে বকুলিয়া ঘাটে এক অপহরন কাণ্ডের পরই জঙ্গি সংঘটনটির বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠে সেনা ও পুলিশ যার দরুন সেনা ও পুলিশ ওই অপহরন কান্ডে জড়িত দুই সদস্যকে আটক করার পাশাপাশি অপহৃতকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। অন্যদিকে সেন্ট্রাল রেঞ্জের ডি আই জি দীলিপ কুমার দে জানিয়েছেন সোমবার এক অভিযান চালিয়ে কার্বি-আংলং ও ডিমা হাসাও পুলিশ ডিমা হাসাও ও কার্বি-আংলং সীমান্তবর্তী উমরাংসো থেকে এই পাঁচ জঙ্গি সদস্যকে আটক করা হয়। তিনি জানান বিগত কিছুদিন থেকে আলোচনা বিরোধী কেপিএলটি জঙ্গি সংঘটনের একাংশ সদস্য কার্বি-আংলং ডিমা হাসাও জেলার উমরাংসো হোজাই গোলাঘাটে অর্থদাবি অপহরন মত ঘটনা সংঘটিত করে সন্ত্রাসের সৃষ্টি করে রেখেছিল। ডিআইজি জানান ধৃত জঙ্গি সদস্যরা গন্ডার হত্যার সঙ্গে জড়িত রয়েছে। বর্তমানে ধৃত পাঁচ জঙ্গি সদস্য কার্বি-আংলং পুলিশের হেফাজতে রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.