চলতি বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রাখতে পারল না ভারত, ইংল্যান্ডের কাছে ৩১ রানে হারল টিম ইন্ডিয়া
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ জয়ের ধারা অব্যাহত রাখতে পারল না ভারত। চলতি বিশ্বকাপ ম্যাচে এই প্ৰথম হারল টিম ইন্ডিয়া। এসবাস্টন ক্ৰিকেট গ্ৰাউন্ডে ইংল্যান্ডের কাছে ৩১ রানে হারল ভারতীয় দল।
ভারতের ব্যাটসম্যানকে আউট করে জয়োল্লাসে ইংল্যান্ডের খেলোয়াড়রা। ছবি, সৌঃ এএনআই
ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ব্ৰিটিশ ওপেনার জনি বেয়ারস্টো। তিনি ১০৯ বলে ১১১ রান করেন। এদিন শুরুতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট খুইয়ে ৩৩৭ রানের টাৰ্গেট করে দেয় ইংল্যান্ডের টিম। তার পাল্টা ভারতীয় দল ৫ উইকেট খুইয়ে মাত্ৰ ৩০৬ রানই করতে সক্ষম হয়।
কোন মন্তব্য নেই