Header Ads

আয়লান কুর্দির স্মৃতি উস্কে দিল দুই বছরের ভ্যালেরিয়া


নয়াঠাহর ওয়েব ডেস্কঃ ২০১৫ সালের একটা ঘটনা মনে পড়ে? লাল জামা, নীল প্যান্ট পড়া এক ছোট্ট শিশু উপুড় হয়ে বালিতে মুখ গুঁজে শুয়েছিল তুরস্কের সমুদ্র সৈকতে। উপুড় হয়ে শুয়ে থাকা শিশুটি ছিল তিন বছরের মৃত আয়লান কুর্দি।

 সিরিয়া থেকে পালিয়ে ইউরোপে আশ্রয় নিতে চেয়েছিলেন আয়লানের পরিজন । গোটা বিশ্ব সেদিন ছবিটি দেখে শিউরে উঠেছিল । সেসময় হইচইও হয়েছিল প্রচুর ।

                                                                    ছবি, সৌঃ আন্তৰ্জাল
ঠিক তেমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটল আবার ।  এবার বাবা আর মেয়ে উপুর হয়ে পরে রয়েছে নদীর পারে । মুখ গোঁজা অবস্থায় । জানা গেল বাবা -মেয়ের পরিচয় । এল সালভাদোরের অস্কার মার্টিনেজ হলেন বাবা আর বাবার টি-শার্টের ভেতর মুখ লুকিয়ে থাকা দুই বছরের ভ্যালেরিয়া । খরস্রোতা রিও গ্রান্ডে নদী পারে হতে গিয়ে ডুবে যান বাবা -মেয়ে । কোনমতে প্রাণে বাঁচেন অস্কারের স্ত্রী । তাঁরা মেক্সিকো  থেকে আমেরিকায় আশ্রয়ের আশায় পাড়ি দিয়েছিলেন । ছোট্ট ভ্যালেরিয়া বাবাকে ছাড়েনি। নদী পার হওয়ার পর বাবা অস্কার আর পারেননি ছোট্ট মেয়ের ভেজা গা মুছিয়ে দিতে । বাবা -মেয়ে দুজনেই যে তখন চিরঘুমে।

 ছবি, সৌঃ আন্তৰ্জাল
 এখবর ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে । আমেরিকার অভিবাসন নীতির বিরুদ্ধে সরব হয়েছেন মানুষজন ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.