Header Ads

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে না পারলে বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা ব্যাহতের আশঙ্কা -- শেখ হাসিনা


ছবি, আন্তৰ্জাল
নয়াঠাহর ওয়েব ডেস্কঃ বুধবার বাংলাদেশের জাতীয় সংসদে আওয়ামী লিগ সাংসদ নূর মোহাম্মদের এক প্রশ্নের জবাবে প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, রোহিঙ্গাদের দ্রুত ফেরত করতে না পারলে দেশের  নিরাপত্তা ও স্থিতিশীলতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে । তাদের প্রত্যাবর্তনে সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ।


মায়ানমারকে একহাত নিয়ে হাসিনা বলেন, মায়ানমার আন্তর্জাতিক মরিয়া মহলে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে । মায়ানমার সরকারকে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে উদ্যোগী ভূমিকা নিতে হবে । সে দেশের অসহযোগিতা সত্বেও বাংলাদেশ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয়, দুই পথই খোলা রেখেছে বলেও জানান শেখ হাসিনা ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.