গরমে হাঁসফাঁস অবস্থা শিলঙে!
ছবি, আন্তৰ্জাল
ননী গোপাল ঘোষ, শিলং
গত সোমবার শিলঙে পারদ ছুঁয়ে ফেলল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস । যার জেরে শহর জুড়ে হাঁসফাঁস অবস্থা মানুষের । গলদঘর্ম হয়ে পড়েন শহরের মানুষজন । বেশিরভাগ বাড়িতেই পাখা না থাকায় গরমে নাজেহাল অবস্থা হয় অনেকের।
শহরের পুরনো বাসিন্দাদের অনেকেই মনে করতে পারেননি শেষ কবে এতো গরম পড়েছিল ।
তবে এই গরম ভাঙতে পারেনি ১৯৭৩ সালের এপ্রিল মাসের রেকর্ড । সে বারে পারদ ছুঁয়েছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস ।
কম বৃষ্টির জেরে কমে গেছে উমিয়াম জলাধারের জলস্তর । লম্বা শৈত্যপ্রবাহে পর , ভালই ছিল বৃষ্টির পরিমাণ । কিন্তু হঠাৎ দেশের অন্যান্য গরম শহরের সঙ্গে গরমের বহরে পাল্লা দেওয়া শুরু করায় গলদঘর্ম শহরবাসী । সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৯০৮ ফুট উপরে থাকা শিলঙে সাধারণত গরমকালটা বড়ই আরামদায়ক । জুন মাস জুড়ে বৃষ্টিপাত ও কম এবছর। এর জন্য অনেকেই দায়ি করছেন বিশ্ব উষ্ণায়নকে ।
কোন মন্তব্য নেই