মালিগাঁওএর সেন্ট বিবেকানন্দ বিদ্যালয়ে "পথ সুরক্ষার" বিশেষ অনুষ্ঠান সম্পন্ন।
দেবযানী পাটিকর,গুয়াহাটি। নগরের মালিগাঁও এর সেন্ট বিবেকানন্দ স্কুলে মঙ্গলবার "পথ সুরক্ষা" নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।প্ৰজিডি কমিউনিকেশন নামের একটি বেসরকারি সংস্থা এবং নগরের যানবাহন পুলিশের সহযোগিতায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে পথ সুরক্ষা বিষয়ে সচেতনতা আনার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে।
উল্লেখ্য যে গ্রাস রুট লেভেলের বাচ্চাদের পথ সুরক্ষা এবং যানবাহন আইনএর সম্পর্কে বিশেষ রূপ সচেতন করার জন্য প্রজিডি কমিউনিকেশন নগরের বিভিন্ন বিদ্যালয়ে এ ধরনের সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করে চলেছে ।মঙ্গলবার এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় ২০০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ভিজিলান্স এবং এনটি করাপশনের এসপি প্রণব জ্যোতি গোস্বামী। তিনি ছাত্র-ছাত্রীদেরকে যানবাহন আইন এর উপর বিস্তৃত আলোচনা করেন ।এছাড়াও তিনি গাড়িতে সিট বেল্ট লাগানো ,হেলমেট পরার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন ।এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রিন্সিপাল মিত্রা সোম সাহার সাথে বিদ্যালয়ের
সমস্ত শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
সমস্ত শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই