Header Ads

রাজ্যের কৃতি ও মেধাবীছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানালো সদৌ অসম ছাত্র সংস্থা।




নয়া ঠাহর প্রতিবেদন গুয়াহাটি।রাজ্যের কৃতি ও মেধাবীছাত্র-ছাত্রীদের  সংবর্ধনা জানালা সদৌ অসম ছাত্র সংস্থা। সোমবারে চলতি বর্ষের মাধ্যমিক, হাইমাদ্রাসা পরীক্ষা, উচ্চতর মাধ্যমিক পরীক্ষার বিজ্ঞান ,কলা,বাণিজ্য শাখার উত্তীর্ণ মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানায় আশু। এর সাথে সংযুক্ত লোকসেবা আরোগের অনুষ্ঠিত করা এই বারের সংযুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষাতে উত্তীর্ণ আসামের প্রার্থীদেরকেও ছাত্র সংস্থা সংবর্ধনা জানায়। সোমবার গুুয়াহাটির জেলা পুস্তকালয় এর প্রেক্ষাগৃহে এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র সংস্থা ছাত্রছাত্রী সকলকে অভিনন্দন জ্ঞাপন করে তাদের ভবিষ্যতের শিক্ষা এবং কর্ম ক্ষেত্রে এগিয়ে যাওয়া ও আসামের সুনাম বৃদ্ধি করার জন্য অনুপ্রেরণা দেয়। এই অনুষ্ঠানে আসুর মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য  বলেন ,যে  সমস্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়ার ইচ্ছা রয়েছে অথচ তাদের অর্থনৈতিক সমস্যা আছে সেই মেধাবী ও আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীর পাশে থাকবে  ছাত্র সংস্থা ।এই অনুষ্ঠানে মাধ্যমিক পরীক্ষার স্থান প্রাপ্ত ৩৯, জন হাই মাদ্রাসা৩ জন, এবং উচ্চ মাধ্যমিকে চূড়ান্ত পরীক্ষার বিজ্ঞান শাখার ২৬জন, বাণিজ্য শাখার ১৮জন, এবং কলা শাখার ১৮ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানায়়়় ছাত্র সংস্থা। ওদিকে  স্থান প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের শিক্ষা অনুষ্ঠান এর অধ্যক্ষ কেউ উ সংবর্ধনা জানায় আশু।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.