Header Ads

টেট শিক্ষকদের ড্রাইভারের সঙ্গে তুলনা করে বিপাকে অসমের শিক্ষামন্ত্রী, আসুর নিন্দা

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ টেট শিক্ষকরা ড্রাইভারের মতো, ড্রাইভারদের লাইসেন্স নেওয়ার পর মেয়াদ ফুরালে তা নবিকরণ করতে হয়, এই মন্ত্যবের পর রাজ্যের প্রায় ৪১ হাজার টেট শিক্ষক তীব্র ক্ষোভে ফুঁসে ওঠে। আসু এই মন্তব্য প্রত্যাহার করার দাবি জানায়। টেট শিক্ষকদের ট্রান্সফার পোস্টিং নিয়ে প্রশ্ন তুলে শিক্ষামন্ত্রী সিদ্ধাৰ্থ ভট্টাচার্য্য শনিবার মন্তব্য করলে রাজ্য জুড়ে ছাত্রদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মন্ত্রী বলেন, নির্বাচনের সময় আচরণবিধি লাগু থাকায় অন লাইন ট্রান্সফার বন্ধ ছিল, অফ লাইনেও ট্রান্সফারে অভিযোগ ছিল, আগামী ১৭ জুন থেকে ট্রান্সফার হবে না। স্বীকার করেন কিছু অফ লাইনে ট্রান্সফার হয়েছে। বলেন, ড্রাইভারদের সঙ্গে টেট শিক্ষকদের শুধু তুলনা করা হয়েছে। এর অর্থ অপমান নয়। মন্ত্রীর মন্ত্যবের পর সুব্রত চেতিয়া, বিকি শর্মা প্রমুখ তাদের নামের আগে ড্রাইভার শব্দটি ব্যাবহার করে। আসু সভাপতি দীপাংক নাথ, সাধারণ সম্পাদক ল্যুরিন জ্যোতি গগৈ মন্ত্রীর ভূমিকার নিন্দা করেন। ড্রাইভার কথাটি প্রত্যাহারের দাবি জানান। টেট শিক্ষকরা অভিযোগ করেন, গত নভেম্বর মাসে বিদ্যালয়গুলোতে গুনোৎসব উদযাপিত হল আজও কোনও ফল বেরোলো না। মন্ত্রী ভট্টাচার্যের নিজের জমির মধ্যে  অন্যান্যদের দোকানপাট আছে , একটি গেট, তা বন্ধ করে দেওয়া হয়েছে। তা নিয়ে গুয়াহাটির নিজের বাড়িতে বিবাদের সৃষ্টি হয়েছে। বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া তা নিন্দা করেছেন। শিক্ষা মন্ত্রী বারবার নানা বিতর্কে জড়াচ্ছেন, বিজেপি নেতারা স্বাভাবিকভাবেই বিব্রত বোধ করছেন। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.