Header Ads

শহিদ জওয়ান সুনিল কলিতার পত্নী পদুমি স্যালুট করে স্বামীকে শেষ বিদায় জানালেন

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ  ঝাড়খন্ডে মাওবাদীদের হামলায় অসমের সন্তান সিআরপিএফ জোয়ানদের মৃত্যু, জম্মু ও কাশ্মীর সন্ত্রাসবাদীদের হাতে মৃত্যু অসমে প্রশ্ন উঠেছে, বারবার অসমের যুবকদের প্রাণ দিতে হচ্ছে কেন? শনিবার শহিদ জওয়ান সুনিল কলিতার শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সম্পর্ণ হল। কামরূপ জেলার কমলপুরের গ্রামে শোকের ছায়া নেমে আসে। শহিদ সুনিল কলিতা মাত্র দু মাস আগে বিবাহপাশে আবদ্ধ হন। পত্নী পদুমি স্বামীর প্রতি অন্তিম শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে হাত তুলে স্যালুট করেন। শুক্ৰবার গুয়াহাটির বরঝাড় বিমান বন্দরে মুখ্যমন্ত্রীর প্রেস উপদেষ্টা  ঋষিকেশ গোস্বামী এবং আইনি উপদেষ্টা শান্তনু ভরালি শহিদ কলিতার মৃতদেহ বহন করে আনেন। আজ কমলপুরে মন্ত্রী নব দলে উপস্থিত ছিলেন। তিনি সরকারের পক্ষ থেকে ২০ লাখ আর্থিক সাহায্য ঘোষণা করেন। তিনি জানান মুখ্যমন্ত্রী এই গ্রামে আসবেন। এদিকে ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়ে গুয়াহাটির কাহিলাপাড়া অঞ্চলের বাসিন্দা নিকুমনি কলিতার জলে ডুবে মৃত্য হয়। শুক্ৰবার তার মৃতদেহও আনা হয়।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.