Header Ads

দেশজুড়ে কর্মবিরতির ডাক আইএমএ-র


ছবি, সৌঃ নিউজ১৮.কম
নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লি- কলকাতার এন আর এস-এ চিকিৎসকদের শারীরিক নিগ্রহের প্রতিবাদে ও চিকিৎসকদের সুরক্ষার দাবিতে কার্যত অচলাবস্থার সৃষ্টি হয়েছে । এন আর এস-এর চিকিৎসকদের সমর্থন জানিয়েছেন দেশের বিভিন্ন চিকিৎসক মহল। এবার এন আর এস-এর চিকিৎসকদের সমর্থনে এগিয়ে এলো দেশের চিকিৎসকদের বৃহত্তর সংগঠন   আই এম এ। আগামী সোমবার দেশজুড়ে কর্মবিরতির ডাক দিল আই এম এ।

No comments

Powered by Blogger.