হাওয়াইপুর - লামডিং ডাবল ট্র্যাকের কাজ চলছে, এক সপ্তাহের জন্য বেশ কিছু ট্রেনের যাত্রা বাতিল করল উত্তর পূর্ব সীমান্ত রেল
বিপ্লব দেব, হাফলংঃ হাওয়াইপুর স্টেশন থেকে লামডিং স্টেশন পর্যন্ত ডাবল লাইনের কাজের জন্য ২ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত এক সপ্তাহের জন্য উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ বেশ কিছু ট্রেনের যাত্রা বাতিল করেছে। পাশাপাশি মাঝপথে কিছু ট্রেনকে নিয়ন্ত্রন করবে।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
অন্যদিকে, লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে ৭ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত ৫৬ ঘন্টার ব্লক নেওয়া হবে বলে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে। ৭ জুলাই সকাল সাড়ে আটটা থেকে ৯ জুলাই সকাল সাড়ে দশটা পর্যন্ত রেল ট্র্যাকে কাজ কর্মের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকবে। রেল সূত্রে জানা গিয়েছে ৭ জুলাই ১৫৬১২ শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস এবং ৮ জুলাই ১৫৬১১ গুয়াহাটি-শিলচর এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া ৬ জুলাই ১৩১৭৫ শিয়ালদাহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা গুয়াহাটি পর্যন্ত আসবে এবং গুয়াহাটি ও শিলচরের মধ্যে ট্রেনটি বাতিল থাকবে।
৮ জুলাই ১৩১৭৬ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি শিলচরের পরিবর্তে গুয়াহাটি থেকে শিয়ালদাহর উদ্দেশ্যে যাত্রা করবে। অন্যদিকে, ৭ ও ৯ জুলাই শিলচর-গুয়াহাটি ও গুয়াহাটি-শিলচর ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন দুটি লামডিং পর্যন্ত চলাচল করবে। অন্যদিকে ৭ ও ৯ জুলাই ১৩১৭৩ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস টেন শিয়ালদাহ-আগরতলার বদলে গুয়াহাটি পর্যন্ত চলবে এবং ১৩১৭২ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন আগরতলা-শিয়ালদাহর মধ্যে গুয়াহাটি থেকে যাতায়াত করবে। সে সময় গুয়াহাটি-আগরতলা ও আগরতলা-গুয়াহাটির মধ্যে ট্রেনটির যাত্রা বাতিল করা হয়েছে।
৯ জুলাই ১২৫০৩ বাঙ্গালুরু -আগরতলার মধ্যে চলাচলকারী হামসফর এক্সপ্রেস ট্রেনটি গুয়াহাটিতে নিয়ন্ত্রন করা হবে এবং গুয়াহাটি আগরতলার মধ্যে যাত্রা বাতিল করা হয়েছে। ৯ জুলাই ১২৫০৩ বাঙ্গালুরু -আগরতলার মধ্যে চলাচলকারী হামসফর এক্সপ্রেস ট্রেনটি গুয়াহাটিতে নিয়ন্ত্রন করা হবে এবং গুয়াহাটি আগরতলার মধ্যে যাত্রা বাতিল থাকবে।
এছাড়া শিলচর-নিউদিল্লির মধ্যে সপ্তাহে একদিন চলাচল কারী সম্পর্কক্রান্তি এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। ট্রেনটি ৮ জুলাই সন্ধ্যা সাড়ে ছয়টার পরিবর্তে ৯ জুলাই সকাল সাড়ে দশটায় শিলচর থেকে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হবে। আগরতলা থেকে আনন্দ বিহার পর্যন্ত চলাচলকারী ২০৫০১ রাজধানী এক্সপ্রেস ট্রেনের ও সময়সূচি পরিবর্তন করা হয়েছে ট্রেনটি ৮ জুলাই সন্ধ্যা সাড়ে ছয়টার পরিবর্তে ৯ জুলাই সকাল সাড়ে ছয়টায় আগরতলা থেকে আনন্দবিহারের উদ্দেশ্যে যাত্রা করবে বলে উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য, হাওয়াইপুর থেকে লামডিং ডাবল ট্র্যাকের কাজের জন্য উত্তর পূর্ব সীমান্ত রেল বেশকিছু দূরপাল্লার ট্রেনের যাত্রা বাতিল করার পাশাপাশি কিছু ট্রেন চাপারমুখ গুয়াহাটি ও লামডিং পর্যন্ত আংশিক যাত্রা বাতিল করে দিয়েছে।
কোন মন্তব্য নেই