Header Ads

উমরপুরের ভৈরব বাড়ির পাশে বরাক নদীর পার ভেঙ্গে গ্রামের বেহাল দশা

নয়া ঠাহর প্রতিবেদন,বদরপুর: বদরপুর জল -সম্পদ বিভাগের ইঞ্জিনিয়ারের দিকে অভিযোগের আঙ্গুল উঠল ভুক্তভোগী উমরপুরের ভৈরব বাড়ির পাশ্বর্বতী এলাকার গ্রামবাসীদের। স্হানীয় বদপুরের সমাজসেবী তথা প্রাপ্তন বিজেপির নেতা দীপক দেব সহ উপস্থিত গ্রামবাসী নিয়ে বরাক নদীর পার ভাঙ্গার চিত্র দেখিয়ে জল-সম্পদ বিভাগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। জানা যায় সম্প্রতি এখানে প্রায় দুইশত মিটার কাজ করানো হয়েছিল সরকারি ভাবে,তবে কিন্তু তখনই গ্রামবাসীদের আবেদন ছিল  আরও তিনশত মিটার কাজ করানোর।তখনই গ্রামবাসী আশঙ্কা করেছিল নদীর পার ভাঙ্গার।আজ তাই হল। 


দুইশত মিটার কাজ করানো স্হান সহ আরও প্রায় তিনশত মিটারের মত জায়গার নদীর পার ভেঙ্গে গেল। বতর্মান অসমের সনোয়াল সরকার চেয়ে ছিল জল-সম্পদ বিভাগকে ঢেলে সাজাতে। রাজ্য সরকারের প্রচেষ্টা থাকা সত্যেও, তা কতটুকুই বা পারছেন তা নিয়ে প্ৰশ্ন উঠেছে।  বিগত বছরে ভাঙ্গা ও কৃষ্ণপুর নদী  ভাঙ্গন রোধে কাজ গুলি 'এস ডি আর এফ '-এর অধিনে ছিল। বতর্মান ইঞ্জিনিয়ার ও এস ডি ও এর উদাসীনতা জন্যই আজ অবধি   কাজের দিক সম্পূর্ণ হয়নি বলে অভিযোগ উঠেছে। প্রাক্তন বিজেপি নেতা তথা সমাজ সেবী দীপক দেব ও ক্ষোভ ব্যক্ত করলেন। বদরপুর জল-সম্পদ বিভাগের এধরনের কাজ কর্মের জন্যই, আজ বেহাল অবস্থা ওই এলাকায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.