Header Ads

অম্বুবাচী মেলার জন্য অস্থায়ী শিবির তৈরির কাজ অন্তিম পর্যায়ে


 দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ নীলাচল পাহাড় স্থিত বিখ্যাত শক্তিপীঠ কামাখ্যা ধামে অম্বুবাচী মেলা একটি প্রধান উৎসব ।প্রতি বছর এই অম্বুবাচীকে কেন্দ্র করে লাখো ভক্তের সমাগম হয় মন্দির প্রাঙ্গণে। মা কামাখ্যা আরেক রূপ ধরিত্রী দেবী । জ্যোতিষ শাস্ত্র মতে আষাঢ় মাসে ঋতুমতী হন ধরিত্রী দেবী এই সময়কে অম্বুবাচী বলে। এই উপলক্ষে কামাখ্যা মন্দির তিন দিন বন্ধ থাকে ।পুজো ,দর্শন সমস্ত কিছুই বন্ধ থাকে এই সময়। কামাখ্যা মন্দিরের সবচেয়ে বড় উৎসব অম্বুবাচী উপলক্ষে চারদিন ধরে কামাখ্যা ধামে বিরাট মেলা বসে, অম্বুবাচী মেলা। এই উপলক্ষ্যে বেশ  কয়েকদিন আগে থেকেই কামাখ্যা মন্দিরে আশেপাশে ভিড় বাড়তে শুরু করে ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্ত, যোগীরা এসে উপস্থিত হন। বিদেশ থেকেও বহু মানুষ এখানে আসেন এই সময়। এবারও ২২ জুন থেকে কামাখ্যা ধামে শুরু হচ্ছে অম্বুবাচী মেলা। কামাখ্যা ধামে অম্বুবাচী মেলা উপলক্ষে ২১ জুন বিকাল৪ টা তে ভরলমুখ স্থিত সোনারাম ময়দান থেকে অম্বুবাচী মেলার  উদ্বোধন করা হবে।  এ উপলক্ষে এদিন উপস্থিত থাকবেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী প্রলহাদ সিং প্যাটেল ,অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ,আসামের পর্যটন মন্ত্রী চন্দন ব্রহ্ম।এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বলিউডের বিখ্যাত সুফী গায়ক কৈলাস খের উপস্থিত থাকবেন। অম্বুবাচী মেলা ২২ জুন থেকে শুরু হবে এবং শেষ হবে ২৬ জুনে। সমগ্র উত্তর পূর্বাঞ্চলের সাথে দেশ বিদেশ থেকে আসা ভক্তদের থাকার জন্য অসম পর্যটন উন্নয়ন নিগমের চারটি অস্থায়ী শিবির তৈরি করা শুরু করেছে এই চারটি অস্থায়ী শিবির যথাক্রমে ফাঁসি বাজারের  পুরোনো কারাগার পরিসর, বরিপাড়া, পাণ্ডুস্টেশন,আর নাহারবাড়ী, তবে আগের থেকে শিবিরের সংখ্যা কম করা হয়েছে যদিও কিন্তু একটা শিবিরে অনেক লোক থাকার ব্যবস্থা করা হয়েছে ।বর্তমানে অস্থায়ী শিবিরের নির্মাণের কাজ পুরোদমে চলছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.