Header Ads

প্রাক্তন মিস ইন্ডিযা ঊষসী সেনগুপ্তকে হেনস্থার ঘটনায় গ্ৰেফতার ৭

ছবি, সৌঃ এএনআই
 নয়া ঠাহর প্ৰতিবেদন, কলকাতাঃ প্ৰাক্তন মিস ইন্ডিয়া, মিস ইউনিভাৰ্স ২০১০ ঊষসী সেনগুপ্তকে হেনস্থার ঘটনায় এই ৭ যুবককে জনকে গ্ৰেফতার করেছে কলকাতা পুলিশ। ধৃতদের নাম- শেখ রাহিত, ফারদিন খান, শেখ সাবির আলি, শেখ গনি, শেখ ইমরান আলি, শেখ ওয়াসিম, আতিফ খান। 
এই ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করেছে লালবাজার। কলকাতা পুলিশের একজন ডিসির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঊষসীর অভিযোগ, সোমবার রাতে তিনি দুষ্কৃতীদের হাতে হেনস্থার সময় পুলিশের সাহায্য পাননি। 
ময়দান, ভবানীপুর ও চারু মাৰ্কেট থানায় তাঁকে পুলিশি হেনস্থার শিকার হয়েছেন তিনি। প্ৰাক্তন মিস ইন্ডিয়া এবং তাঁর উবের চালকের যে বয়ান রেকৰ্ড করা হয়েছে তাও খতিয়ে দেখবে তদন্তকারী কমিটি। সোমবার রাতে ১১ টা ৪০ নাগাদ কাজ শেষে সহকৰ্মীর সঙ্গে উবের করে বাড়ি ফেরার সময় একটি বাইক এসে উবেরে ধাক্কা মারে। এরপর ওই বাইক চালক ও তার বন্ধুরা এসে ঝামেলা শুরু করে। উবেরের চালককে গাড়ির বাইরে বের করে এনে মারধর করা হয় বলে অভিযোগ। ঊষসীর বক্তব্য, ঘটনাটি ফেসবুক পোস্ট করেন তিনি, তা ভাইরাল হওয়ার পর পুলিশ যে সক্ৰিয়তা দেখিয়েছে তা আগে দেখালে ভাল হত।  

No comments

Powered by Blogger.