Header Ads

ধোনির পাশে দাঁড়াল ভারতীয় ক্ৰিকেট বোৰ্ড, আইসিসিকে পাল্টা চিঠি দিল বিসিসিআই

ছবি, সৌঃ রেডিফ.কম
নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ সেনাবাহিনীর প্ৰতীক থাকা গ্লাভস পড়ে আইসিসি ওয়াৰ্ল্ড কাপে প্ৰথম ম্যাচে নামেন মহেন্দ্ৰ সিং ধোনি। তা নিয়ে গত দুদিনে সোশ্যাল মিডিয়ায় প্ৰচুর ট্ৰোল্ড হয়েছেন ধোনি। তবে তা নিয়ে আপত্তি তুলেছিল আইসিসি। ক্ৰিকেটের সৰ্বোচ্চ নিয়ামক সংস্থা বিসিসিআইকে নিৰ্দেশ দেয় ধোনির গ্লাভস থেকে সেনাবাহিনীর প্ৰতীক সরানোর জন্য। এবার ধোনির পাশে দাঁড়াল ভারতীয় ক্ৰিকেট বোৰ্ড। আইসিসিকে পাল্টা চিঠি দিল বিসিসিআই। বোৰ্ডের পক্ষ থেকে আন্তৰ্জাতিক ক্ৰিকেটের নিয়ামক সংস্থাকে বলা হয়েছে ধোনির গ্লাভসে যে প্ৰতীক রয়েছে তার সঙ্গে বাণিজ্যিক কোনও ব্যাপার নেই। এটা দেশের সেনাবাহিনীকে সম্মান জানানোর একটি পন্থা মাত্ৰ। শুধু তাই নয় ভারতীয় ক্ৰিকেট বোৰ্ডের কমিটি অব অ্যাডমিনিসট্ৰেটাৰ্স (সিওএ) চিঠি দিয়ে জানিয়েছে, ধোনি যাতে বিশ্বকাপের পরের ম্যাচগুলিতেও ওই গ্লাভস হাতেই মাঠে নামতে পারেন। সাউদাম্পটনে বিশ্বকাপের প্ৰথম ম্যাচে দক্ষিণ আফ্ৰিকার বিরুদ্ধে স্ট্যাম্প করার সময়ই প্ৰথম সবার নজরে আসে ধোনির হাতে ওই গ্লাভসগুলি। ধোনির হাতে জ্বলজ্বল করছিল ভারতীয় সেনার স্পেশ্যাল প্যারা ফোৰ্সের প্ৰতীক ত্ৰিশূল। তারপরই মাহির প্ৰশংসার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।  

   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.