Header Ads

কাঠুয়া ধৰ্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন


নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ কাশ্মীরের কাঠুয়ায় ৮ বছরের শিশু কন্যাকে ধৰ্ষণ ও পরে খুনের ঘটনায় সোমবার ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল পাঠানকোটের বিশেষ আদালত। টানা ১৬ মাস পর আদালত এই মামলার রায় শোনাল। ২০১৮ সালের ১০ জানুয়ারি কাঠুয়ার একটি মন্দিরের ভিতরে আসিফা নামের ওই বালিকাকে ঘুমের ওষুধ খাইয়ে আটকে রেখে গণ ধৰ্ষণ করা হয়। তারপর তার মাথা থেতলে খুন করা হয়। এরপর ১৭ জানুয়ারি তার মৃতদেহ পাওয়া যায়। দোষী সাব্যস্ত বাকি ৩ জনকে তথ্য লোপাট ও মিথ্যে তথ্য দেওয়ার অপরাধে ৫ বছরের জেল শাস্তি হয়েছে। প্ৰসঙ্গত, কাঠুয়ার এই বালিকাকে ধৰ্ষণের ঘটনায় গোটা দেশে প্ৰতিবাদের ঢেউ উঠেছিল।  


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.