Header Ads

সৌদি আরবের প্রথম বাণিজ্যিক মহিলা পাইলট হিসাবে অনন্য নজির গড়লেন ইয়াসমিন আল মিয়ামানি


মিয়ামানি বিমানের ককপিটে--ফটো টুইটার
নয়া ঠাহর অনলাইন ডেস্কঃ সৌদি আরবের ইয়াসমিন আল মিয়ামানি সে দেশের প্রথম মহিলা বাণিজ্যিক বিমান চালক হিসাবে এক অনন্য নজির গড়লেন। বিমান  চালানোর লাইসেন্স পাওয়ার ছয় বছর পর বাণিজ্যিক বিমান চালানোর অনুমতি পেলেন তিনি ।
গত ৯ জুন সৌদির নেসমা এয়ারলাইন্সের হয়ে প্রথমবারের মতো মহিলা বিমান  চালক হিসাবে বাণিজ্যিক বিমান চালিয়ে সৌদি আরবের হেইল থেকে আল কাশিম যান মিয়ামানি । এটা ছিল একটা ঐতিহাসিক  ক্ষণ।
জর্ডন থেকে বিমান চালানোর প্রশিক্ষণ নিয়ে যুক্তরাষ্ট্রে ৩০০ ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে মিয়ামানির। উড়ানের পর স্বভাবতই উচ্ছ্বসিত মিয়ামানি বলেন, সৌদির প্রত্যেক মহিলা  আমাকে দেখে উৎসাহী হয়ে পাইলট হওয়ার স্বপ্ন দেখবেন, এটাই আমার লক্ষ্য ।

No comments

Powered by Blogger.