Header Ads

বিহারে মন্ত্রী বিধায়কের খোঁজে পড়ল পোস্টার


নয়া ঠাহর প্ৰতিবেদন, পাটনাঃ  বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী লালু পুত্র তেজস্বী যাদবের নামে পোস্টার পড়েছিল মুজফফরপুরে। রাষ্ট্রীয় জনতা  দল নেতা তেজস্বী যাদব নিখোঁজ বলে লেখা ছিল পোস্টারে। তাঁর খোঁজ দিতে পারলেই পাওয়া যাবে নগদ পাঁচ হাজার একশো টাকা পুরস্কার । সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই নিখোঁজ তেজস্বী যাদব বলেও লেখা ছিল পোস্টারে। স্থানীয় সমাজসেবী তমন্না হাসমি এই পোস্টার টাঙিয়ে ছিলেন । পোস্টারে তমন্না হাসমির ফোন নম্বর ও দেওয়া ছিল ।


এবার পোস্টার পড়ল কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা মন্ত্রী রামবিলাস পাসোয়ানের নামে । এক্ষেত্রেও মন্ত্রীর খোঁজ দিতে পারলে বৈশালী জেলার হরিবংশপুরের বাসিন্দারা জানিয়েছেন মিলবে নগদ পনেরো হাজার টাকা । এভাবেই নিজেদের ক্ষোভের বহিঃপ্রকাশ করলেন হরিবংশপুরের বাসিন্দারা । তাদের বক্তব্য, জলের হাহাকার চলছে আর সাংসদ নিখোঁজ । দুটি ক্ষেত্রেই অভিযোগ উঠেছে তারা দেখা পাচ্ছেন না মন্ত্রী, বিধায়কের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.