Header Ads

হাইলাকান্দিতে জলসম্পদ বিভাগের দুর্নীতির তদন্তে সিএম ভিজিল্যন্স টিম নদী ভাঙন স্থলে

নয়া ঠাহর প্রতিবেদন, পাঁচগ্রামঃ হাইলাকান্দি বিজেপির এক নেতার অভিযোগে রবিবার দুপুরে পাঁচগ্রামে মুখ্যমন্ত্রীর ভিজিল্যন্স দল সরোজমিন তদন্তে খতিয়ে দেখল জলসম্পদ বিভাগের ভাঙন প্রতিরোধের কাজ।উল্লেখ্য, আলগাপুর বিধানসভার অধীনস্থ পাঁচগ্রাম নদীভাঙন বিগত ২০০৭ সাল থেকেই সংবাদ শিরোনামে উঠে আসলেও, এবার বিভাগীয় ঠিকাদার ও দুর্নীতিগ্রস্থ বাস্তুকারদের অবাধ দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন বিজেপি কর্মীরা। বিজেপি কর্মী সুরজ সেনের মুখ্যমন্ত্রীর দফতরে লিখিত অভিযোগের ভিত্তিতেই এদিন দুপুরে শিলচর এনআইটির চারজনের এক প্রতিনিধি দলকে প্রযুক্তিগত তদন্তের জন্য সহায়ক হিসাবে নিয়ে আসেন। ভিজিল্যন্স দলের কর্মী নিলোৎপল ডেকা। প্রমাণ মিললেই দুর্নীতি বিরোধী সরকারের আমলে লালঘর ঠিকানা হবে জড়িত দুর্নীতিগ্রস্থদের বলে জানান ডেকা। অন্যান্যদের মধ্যে ছিলেন বিজেপি কর্মী সুজন ভট্টাচার্য, সুশীল দাস, সুরজিৎ সেন, কৃপাসিন্ধু দাস সহ আরও অনেকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.