Header Ads

মাসুদ আজহার কি আহত? পাকিস্তানের মানবাধিকার কর্মীর ট্যুইট ঘিরে চাঞ্চল্য

নয়াঠাহর ওয়েব ডেক্স, শিলংঃ পাকিস্তানের মানবাধিকার কর্মী ও পাসতুন তাহাফুজ মুভমেন্টের সদস্য বলে দাবি করা আহসান উল্লাহ্ মিয়াখাইলের করা এক ট্যুইট ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । ট্যুইটে আহসান দাবি করেছেন, পাকিস্তানের রাওয়ালপিন্ডির মিলিটারি হাসপাতালে বিস্ফোরণের জেরে  গুরুতর হয়েছে জৈশ -ই-মহম্মদের মাথা মৌলানা মাসুদ  আজহার । ট্যুইটে আহসান বিস্ফোরণের ভি ডিও প্রকাশ করেছেন । পাকিস্তানি সংবাদমাধ্যম এক্ষেত্রে সংবাদপ্রচারে ব্ল্যাক আউট করেছে বলেও দাবি আহসানের।

বালাকোটে এয়ার স্ট্রাইকের কিছুদিন পর খবর রটেছিল মাসুদ আজহার মৃত। কিন্তু, পরে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি দাবি করেছিলেন গুরুতর অসুস্থ মাসুদ পাকিস্তানেই আছে । পাকিস্তান আরো জানিয়েছিল জইশ প্রধান কিডনির অসুখে ভুগছে । তার মূত্রনালিতেও সংক্রমণ রয়েছে । 
কিছুদিন আগেই মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণা করেছিল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.