Header Ads

মানুষের ভিড়কে ছত্ৰছিন্ন করতে অস্ত্ৰে ভূত লঙ্কা ব্যবহারের পরিকল্পনা করেছে অসম পুলিশ

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ অপ্ৰীতিকর পরিস্থিতি নিয়ন্ত্ৰণ করতে এবং রাজপথে অযথা ভিড়কে ছত্ৰছিন্ন করতে এবার থেকে অ প্ৰাণঘাতী অস্ত্ৰে  ভূত লঙ্কা ব্যবহার করবে অসম পুলিশ। জানা গেছে অসম পুলিশ কাঁদানে গ্যাসে বিশ্বের মধ্যে সবচেয়ে ঝাল ভূত লঙ্কা ব্যবহার করার পরিকল্পনা করেছে। 
ছবি, সৌঃ আন্তৰ্জাল

প্ৰসঙ্গত,  ভূত লঙ্কা অসমিয়াতে যাকে বলা হয় ভূত জলকিয়া ২০০৭ সালে গিনিস ওয়াৰ্ল্ড রেকৰ্ডে বিশ্বের সবচেয়ে ঝাল লঙ্কা হিসেবে স্বীকৃতি পায়। হাইব্ৰিড এই লঙ্কাটি এমন ঝাল  লঙ্কা, যা শুধুমাত্ৰ উত্তরপূৰ্বাঞ্চলের রাজ্য অরুণাচলপ্ৰদেশ, অসম, নাগাল্যান্ড এবং মনিপুরেই উৎপন্ন হয়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.