Header Ads

থানার উদ্বোধন ঘিরে বৃহস্পতিবার রণক্ষেত্ৰের রূপ নিল উত্তর ২৪ পরগণার ভাটপাড়া

নয়া ঠাহর প্ৰতিবেদন, কলকাতাঃ নতুন থানার উদ্বোধন ঘিরে বৃহস্পতিবার উত্তপ্ত পরিস্থিতি হল উত্তর ২৪ পরগণার ভাটপাড়ায়। কাকিনাড়ায় চলে গুলি। নিহত ২। নিহতরা বিজেপি কৰ্মী বলে দাবি করা হয়েছে। আহত আরও ৫ জন হয়েছেন। তাদের হাসপাতালে ভৰ্তি করা হয়েছে। দশ পুলিশ কৰ্মী আহত হয়েছেন।  ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িও। 
অৰ্জুনের গড়ে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি পিস্তল এবং কাৰ্তুজও। এলাকায় ভাটপাড়া নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিন সময় দিয়ে ভাটপাড়া, জগদ্দল পুলিশ স্টেশন এবং সংলগ্ন এলাকার জনজীবন স্বাভাবিক করতে পুলিশকে নিৰ্দেশ দিয়েছেন। শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। এদিনের হিংসার ঘটনায় ভাটপাড়ায় পরিস্থিতি এতোটাই খারাপ হয়েছে যে ভাটপাড়া এবং সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্ৰশাসন। ভাটপাড়ায় পুলিশও গুলি চালিয়েছে বলে অভিযোগ তুলেছে স্থানীয় বিজেপি সাংসদ অৰ্জুন সিং। পুলিশের গুলিতে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে তাঁর দাবি। এদিকে গোটা ঘটনার জন্য বিজেপি নেতা মুকুল রায় মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ি করেছেন।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.