Header Ads

মিজোরাম-মায়ানমার সীমান্তে ৮ রোহিঙ্গিয়া নাবালিকা উদ্ধার

 নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ মিজোরাম পুলিশ ৮ রোহিঙ্গিয়া নাবালিকাকে উদ্ধার করল। মিজোরাম মায়ানমার সীমান্ত এলাকার চম্পাই জেলার ডুঙলাং গ্রাম থেকে ১৭ জুন এদের উদ্ধার করা হয়েছে। মানব পাচার চক্রের খপ্পরে পড়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।
নর্দান রেঞ্জের ডিআইজি লালবিয়াকথাঙ্গা খায়াঙতে মেয়েগুলিকে বাংলাদেশ থেকে মিজোরাম হয়ে মায়ানমারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃত নাবালিকাদের দাবি, ওরা বাংলাদেশের সাবুলারা এলাকার কুটুপালঙ রিফুজি ক‍্যাম্পে ছিল। সেখান থেকে গত ১৯ এপ্রিল কয়েকজন তাদের নিয়ে আসে। পুলিশ সূত্রের মতে কিশোরীরা বিনা কাগজপত্রে মিজোরাম মায়ানমার সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিল। আইনমতে তাদেরকে আদালতে হাজির করা হয়। বর্তমানে ধৃত কিশোরীদের সামাজিক উন্নয়ন বিভাগের সংরক্ষিত মহিলা হোমে রাখা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.