Header Ads

জিজ্ঞাসাবাদ পৰ্ব শেষ, মুক্তি পেলেন ফরাসি ফুটবল তারকা মিশেল প্লাতিনি

ছবি, সৌঃ আন্তৰ্জাল
নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ জিজ্ঞাসাবাদ পৰ্ব শেষ। মুক্তি পেলেন প্ৰাক্তন উয়েফা প্ৰেসিডেন্ট তথা ফরাসি ফুটবল তারকা মিশেল প্লাতিনি। ২০২২এ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব কাতারকে পাইয়ে দেওয়ার ক্ষেত্ৰে তাঁর ভুমিকা ছিল বলে অভিযোগ রয়েছে তাঁর ওপর। মঙ্গলবার ফ্ৰান্স পুলিশ সেই অভিযোগের ওপর ভিত্তি করেই তাঁকে গ্ৰেফতার করেছিল। যদিও প্ৰাক্তন ফরাসি মিডফিল্ডার এবং তিন তিন বার ব্যালন ডি অর খেতাব জয়ী প্লাতিনি তাঁর বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন। এএফপি নিউজ সূত্ৰের খবর, জিজ্ঞাসাবাদের পর তাঁকে মঙ্গলবার রাতেই ছেড়ে দেওয়া হয়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.