Header Ads

বদরপুর রামকৃষ্ণ মিশনে ১ লক্ষ দান প্রাক্তন শিক্ষিকার


নয়া ঠাহর প্রতিবেদন ,বদরপুর: বদরপুর রামকৃষ্ণ সারদা সেবাশ্রমে এক লক্ষ টাকা দান করলেন স্থানীয় ৪১২ নং নদীয়া চাঁদ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছায়া ভট্টাচার্য। 

বদরপুরঘাট কালাইরবন্দের বাসিন্দা ছায়া দেবী রবিবার আশ্রমে অনুষ্টিত উত্তরপূর্বাঞ্চল রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের ষান্মাসিক সম্মেলন উপলক্ষে উপস্থিত করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী প্রভাষানন্দজী মহারাজের হাতে এই অর্থের চেক তুলে দেন।  এ সময় অরুণাচল প্রদেশের নরোত্তমনগর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অচ্যুতেষানন্দজী মহারাজ ও শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজী মহারাজও উপস্থিত ছিলেন ।  তাঁরা শ্রীমতি ভট্টাচার্যের এই প্রয়াসের অকুন্ঠ প্রশংসা করেন।  ছায়া দেবী তাঁর স্বামী প্রয়াত সুকান্ত ভট্টাচার্যর স্মৃতিতে এই অর্থ দান করেছেন বলে জানান। বদরপুর মিশন কর্তৃপক্ষ জানিয়েছেন, এই অর্থ তাঁরা আশ্রমের প্রবেশ পথ নির্মাণে ব্যয় করবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.