Header Ads

সিন্ডিকেট রাজ বন্ধে মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ, গণ্ডার বাঁচাতে ৮২ জনের বিশেষ বাহিনী কাজিরাঙা গেল


নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ আসামে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়াল বার বার অংগীকার করলেও রাজ্যে বিভিন্ন জেলাতে রাজনৈতিক আনুকূল্যে কয়লা, বালি পাথর, সুপারি, পান মাছ, ডিম প্রভৃতির সিন্ডিকেট রাজ চলছে বলে প্রতিদিন নানা অভিযোগ নিয়ে শেষ পর্যন্ত কড়া পদক্ষেপ নেওয়া হল। মুখ্যমন্ত্রী ডিজিপি কুলধর শইকিয়াকে সিন্ডিকেট চক্র বন্ধ করার কড়া নির্দেশ দিয়েছেন। নিম্ন আসামে বাংলাদেশে গরু পাচার চলছে, বরাকে বিজেপি নেতার একাংশের বিরুদ্ধে কয়লা পাচারের অভিযোগ এসেছে দিসপুর। মুখ্যমন্ত্রী ঘনিষ্ট মহলকে বলেছেন বিজেপির বড় কোনও নেতা হলেও  ছাড়া হবে না। শাস্তি  পেতে হবে।  পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ বিভাগকে ঢেলে সাজানো হবে। আইনশৃঙ্খলা এবং  তদন্ত শাখাকে পৃথক করা হবে। ৩৫০০ জন অতিরিক্ত পুলিশের ব‍্যবস্থা হচ্ছে। এদিকে  কাজিরাঙাতে বিপন্ন প্রজাতির গণ্ডার বাঁচাতে ৮২ জন প্রশিক্ষিত পুলিশকে পাঠানো হল। এসআরপিএফ  বাহিনীতে ৮ জন মহিলাও আছে। ৪২ সপ্তাহ তাদের কঠোর প্রশিক্ষণ দেওয়া হয়।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.