Header Ads

মেঘালয়ে চারাগাছ লাগিয়ে রেকর্ড গড়ল কচিকাঁচারা


নয়া ঠাহর প্রতিবেদন, শিলংঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যে সময় সারা দেশ বৃক্ষরোপণের কর্মসূচি নিয়ছে সে সময় উত্তর পূর্বাঞ্চলের অন‍্যতম রাজ‍্য মেঘালয়ের কচিকাঁচারা চারাগাছ লাগিয়ে রেকর্ড গড়ল। মঙ্গলবার ১৫ লক্ষ চারাগাছ রোপণ করা হয়েছে মেঘালয়ে। মেঘালয় সরকার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চারাগাছ রোটণের সিদ্ধান্ত নিয়েছে। সেইমতে মুখ‍্যমন্ত্রী কনরাড সাংমাও এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। গত ৩০ মে মুখ‍্যমন্ত্রী রাজ‍্যবাসীকে অনুরোধ করেন রাজ‍্যজুড়ে চারাগাছ রোপণের। আর তাই রাজ‍্যের প্রত‍্যন্ত এলাকাতেও চারাগাছ পাঠানো হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.