Header Ads

পাঠকের কলম

গত দুই দশক থেকে ঘুংঘর কুয়ারাপারের সেন্ট ক্যাপিটানিয়ো স্কুলটি অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে ছাত্ৰছাত্ৰীদের শিক্ষাদান করে আসছে। স্কুলটি অতি অল্প সময়ের মধ্যে যথেষ্ট সাফল্য লাভ করেছে। এতে এই অঞ্চলের বসবাসকারী মানুষদের প্ৰচুর উপকার হয়েছে। 
কিন্তু গত দুই-তিন বছর ধরে এই স্কুলে জনৈক অধ্যাপকের উদ্ধত আচরণ ও ছাত্ৰদের মারধর করার ঘটনা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। এতে প্ৰতিটি ছাত্ৰের মনে উদ্বেগ ও ভীতির সঞ্চার হয়েছে। প্ৰতিবাদ করলে যদি আভ্যন্তরীণ ভাবে তাদের মাৰ্কশীটে ক্ষতি হয় এই চিন্তা করে অভিভাবকরাও কৰ্তৃপক্ষকে জানাতে পারেন নি। ছাত্ৰদের গায়ে হাত দেওয়া ও মারধর করার অপরাধটি আইনতঃ নিষিদ্ধ। অথচ অনুশাসনের নামে ছাত্ৰ সমাজকে আতঙ্কিত করার এই প্ৰচেষ্টা স্কুলের ভবিষ্যতের জন্য অত্যন্ত ক্ষতিকারক বলে আমি মনে করি। স্কুল কৰ্তৃপক্ষকে তাই অনুরোধ জানাচ্ছি যে তাঁরা সংবেদনশীলতার সঙ্গে বিষয়টি যেন খতিয়ে দেখেন এবং এই সমস্ত শিক্ষিকদেরকে অবিলম্বে অপসারণ করে আমাদের সন্তাদেরকে সুরক্ষা ও সুবিচার দানে সক্ষম হন। 




জনৈক অভিভাবক, শিলচর-৫ 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.