Header Ads

ডিমা হাসাও এবং কার্বি-আংলং জেলার এসটি হিলস প্রার্থীদের জন্য বিশেষ টেট পরীক্ষার দাবি জানাল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন

                 
   
 বিপ্লব দেব, হাফলংঃ ডিমা হাসাও কার্বি-আংলং জেলায় নিম্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এস টি হিলস প্রার্থীদের জন্য বিশেষ টেট পরীক্ষা অনুষ্ঠিত করার দাবি জানালো ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন। সোমবার ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রমিথ সেঙ্গইয়ং-য়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল ডিমা হাসাও জেলার জেলাশাসক অমিতাভ রাজখোয়ার সঙ্গে সাক্ষাৎ করে জেলাশাসকের মাধ্যমে রাজ্যের শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য্যর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রেরন করে। এদিন স্মারকপত্র দিয়ে জেলাশাসক কার্যালয় থেকে বেড়িয়ে এসে ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রমিথ সেঙ্গইয়ং এই প্রতিবেদককে জানান ষষ্ট তপশিলির অন্তর্ভূক্ত ডিমা হাসাও ও কার্বি-আংলং জেলায় ২০১৯ সালের টেট পরীক্ষার জন্য এসটি হিলস প্রার্থীদের ক্ষেত্রে বিএড ও ডিএলইডিকে রেহাই দিতে হবে। তাছাড়া দুটি পাহাড়ি জেলায় বিশেষ টেট পরীক্ষায় উত্তীর্ন হওয়ার ক্ষেত্রে কাট অফ মার্ক রাখতে হবে ৪০ শতাংশ। তাছাড়া ২০১৯ সালের টেট পরীক্ষায় পাশের ক্ষেত্রে ৪০ শতাংশ নম্বরকে মান্যতা দিতে হবে এসটি হিলস প্রার্থীদের ক্ষেত্রে বলে জানান প্রমিথ সেঙ্গইয়ং।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.