Header Ads

লোকসভায় বিরোধীদের প্রতি সৌজন্যতার নিদর্শন মোদির

ছবি, সৌঃএএনআই 


নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ  রাজনীতিতে সৌজন্যতা বোধ হারিয়ে যাচ্ছে ক্রমশ বলে হামেশাই অভিযোগ উঠছে। লোকসভা ভোটের প্রচারেও দেখা গেছে কোন কোন রাজনৈতিক নেতা কোন দলের নীতির সমালোচনা করতে গিয়ে ব্যক্তিগত আক্রমণের নজির রেখেছেন । এ নিয়ে বিস্তর ঘাঁটাঘাঁটি করেছে সংবাদমাধ্যম। স্যোশাল মিডিয়াতে ট্রোলডও হয়েছে বিস্তর ।
সোমবার কিন্তু সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশনে র আগে দেখা গেল বিরোধীদের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সৌজন্যতার নজির ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের উদ্দেশে বলেন -সংখ্যায় কম হলেও সংসদীয় গণতন্ত্রে বিরোধীদের ভূমিকার কথা অগ্রাহ্য করা যায় না। নির্বিঘ্নে সংসদের কাজ চলার কথাও উল্লেখ  করেন মোদি । নির্বিঘ্নে সংসদ চললে-- ‘‘আমরা দেশের জনতার অসংখ্য আশা-আকাঙ্খা পূরণে সমর্থ হব’’-বলেও মন্তব্য  করেন প্রধানমন্ত্রী ।
এদিন সংসদের শুরুতে প্রথমেই সাংসদ হিসাবে শপথ নেন নরেন্দ্র মোদি। সকালে প্রোটেম স্পিকার হিসাবে বিজেপি সাংসদ বীরেন্দ্র কুমার রাষ্ট্রপতি ভবনে শপথ নেন।
মোদি যে আগামীতে সংসদে সবাইকে একসঙ্গে নিয়ে চলতে চান তাই এদিন স্পষ্ট করে দেন তিনি ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.