Header Ads

অসমের কাছাড়ের বিহাড়ায় রাজ্য সরকারের পক্ষ থেকে এল ই ডি বাল্ব বিতরণ

 নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়া:  বুধবার মুখ্যমন্ত্রীর আকাশদ্বীপ যোজনার অধীনে কাছাড় জেলার বিহাড়ার গড়ের ভিতর জিপি কার্যালয়ে বিনামূল্যে এল ই ডি বাল্ব বিতরণ করা হয়। বিদ্যুতের সাশ্রয় ঘটায় হীতাধিকারী প্রত্যেক পরিবারে এল ই ডি বাল্ব দেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন বিভাগীয় কর্মকর্তারা। 

এদিন চারশো কুড়ি টি পরিবারে চারটি করে এল ই ডি বাল্ব বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলের এপিডিসিএল কালাইনের জুনিয়র ইঞ্জিনিয়র দিপু কাছারি, সম্পদ কান্তি দাস, নবেন্দু দাস, জয় দাস লস্কর, জয়দীপ দেব, রণেন্দু চক্রবর্তী প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.