Header Ads

অসমের রাজ্যসভার দুই এমপি কংগ্ৰেসের মনমোহন সিং এবং শান্তিয়াজ কুজুরের কাৰ্যকাল শেষ হচ্ছে ১৪ জুন



নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ আগামী ২৩ মে লোকসভা নিৰ্বাচনের ফলাফলের পর ১৪ জুন রাজ্যসভার দুটি পদ খালি হবে। রাজ্যসভার দুই এমপি কংগ্ৰেসের মনমোহন সিং এবং শান্তিয়াজ কুজুরের কাৰ্যকাল শেষ হচ্ছে ১৪ জুন। বুধবার বিধানসভার প্ৰধান সচিব এম কে ডেকা জানান- ১৪ জুনের মধ্যে ভোট করতে হবে। রাজ্যসভার আসন পেতে হলে একজনকে কমপক্ষে ৪৩টি ভোট পেতে হবে। বিধানসভায় বিজেপি ৬০, অগপ ১৪ এবং বিপিএফ ১২ আসনে আছে। কংগ্রেস দলের আসন ২৫ ও এআইইউডিএফ-এর ১৩ টি আসন আছে। প্রথম বিজেপি, অগপ এবং বিপিএফ শরিক তিন দলের ৮৬ জন বিধায়ক আছে। দুজনকে জেতাতে পারবে। অগপ একটি আসন দাবি করছে। প্রাক্তন মন্ত্রী বীরেন্দ্র কুমার বশ্যকে প্রার্থী করতে চাইছে। অগপ সভাপতি অতুল  বরা বুধবার বলেন, বিজেপির সঙ্গে চুক্তি অনুযায়ী একটি আসন বিজেপিকে ছাড়তে হবে। বিজেপি তাদের প্রার্থী হিসাবে বিজেপি কেন্দ্রীয় নেতা রাম মাধবের নাম প্রায় চূড়ান্ত করেছে। আগে বিহারের লোক শক্তি দলের নেতা রামবিলাস পাসওয়ানকে প্রার্থী করার কথা ভেবেছিল। বিজেপি এর মধ্যে দাবি করেছে, অগপ লোকসভাতে একটি আসন না পেলে অগপকে টিকিট দেবে না বিজেপি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.