Header Ads

মালিগাঁওয়ে তৃণমূল নেত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতি দাহ, প্রতিবাদ



দেবযানী পাটিকর, গুয়াহাটি: পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্ৰের খেঁজুরিতে তৃণমূল কংগ্রেসের সমর্থিত গুণ্ডাবাহিনীর দ্বারা অসমের অর্থমন্ত্রী ও নেডার আহ্বায়ক হিমন্ত বিশ্ব শর্মা এবং পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের উপর বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতি দাহ করে এক  প্রতিবাদী কার্যসূচি পালন করে বিজেপির কৰ্মী সমৰ্থকরা। বুধবার বিকেলে মালিগাঁও চারালিতে এই প্রতিবাদী কার্যসূচি পালন করা হয়।


উল্লেখ্য, পশ্চিমবঙ্গের তৃণমূলের গুণ্ডাবাহিনীর দ্বারা আক্রান্ত হন অর্থ মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মা। সঙ্গে ছিলেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গের তৃণমূল সমর্থকরা আক্রমণ করে দিলীপ ঘোষের কনভয়, গাড়ী ঘেরাও করে ভাঙচুর করে। সাথে বিজেপি সমর্থকের ২০টি মোটর সাইকেলও নষ্ট করে। ফলে অনেক বাহনের ক্ষ্তি হয়। এর সাথে কয়জন বিজেপি কর্মী আহত হয়েছেন। আক্রমণকারীরা কনভয় গ্লাস ভেঙ্গে ফেলে। দুই দিকে পথ অবরোধ করে এ ঘটনার সময় পশ্চিমবঙ্গের পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পরিবর্তে নীরবে ঘটনা চেয়ে চেয়ে দেখে বলে অভিযোগ উঠেছে। পরে সিআরপিএফ বাহিনী গিয়ে তাদের উদ্ধার করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.