Header Ads

অসমের বিষমদ কাণ্ডে চার অনাথকে দত্তক নিলেন যোরহাটের দম্পতি


ছবি, সৌঃফেসবুক
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ মাস কয়েক আগে অসমের গোলাঘাট ও যোরহাট জেলা মিলিয়ে বিষমদ কাণ্ডে প্ৰাণ হারান ১৫০ জনেরও বেশি চা বাগান শ্ৰমিক। সেই বিষমদ কাণ্ডে অনাথ হওয়া চারটে ছেলেমেয়ে নতুন করে বেঁচে থাকার আশ্ৰয় পেল। ছেলেমেয়েগুলো নতুন পরিবার পেল। চার অনাথকে দত্তক নিলেন নিঃসন্তান দম্পতি দেবব্ৰত শৰ্মা এবং তাঁর স্ত্ৰী সান্ত্বনা শৰ্মা। সমাজকর্মী তথা লেখক দেবব্রত শৰ্মা যোরহাট কলেজের অধ্যাপক এবং তাঁর স্ত্ৰী সান্ত্বনা শৰ্মা যোরহাট জাতীয় বিদ্যালয়ের প্ৰধান শিক্ষিকা। গোলাঘাটের হালমিরা বাগানের মণিকা, বাদল, কুন্দন, চন্দন এই চার সন্তানের নতুন নাম হল মরম, স্নেহ, আদর এবং হেপাহ। সান্ত্বনা শৰ্মা জানান- এদের বয়স ক্ৰমে ১১, ৯, ৬ এবং ৩। চারজনকেই যোরহাট জাতীয় বিদ্যালয়ে ভৰ্তি করা হয়েছে। হোমের সমস্ত ফৰ্মালিটি সেরে চলতি বছরের ২২ এপ্ৰিল তাদের বাড়িতে আনা হয়। এই দিনটিই তাদের জন্মদিন পালন হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।      

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.