Header Ads

বিক্ষোভ ঠেকাতে সুপ্রিম কোর্টের বাইরে জারি ১৪৪ ধারা


ছবি, সৌঃজিপ্লাস
নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ  বিক্ষোভ ঠেকাতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের বাইরে জারি হল ১৪৪ ধারা। এদিন সকাল থেকে প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বিরুদ্ধে একদল আইনজীবী ও সমাজকর্মী কোর্টের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যৌন হেনস্থার অভিযোগ থেকে গগৈকে ক্লিনচিট দিয়েছে শীর্ষ আদালত। বিক্ষোভকারীদের পুলিশ সরাতে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কয়েকজন সাংবাদিককেও পুলিশ আটক করে। ৩০ জন মহিলা বিক্ষোভকারীকে মন্দির মার্গ থানায় নিয়ে যাওয়া হয়। যে পদ্ধতিতে সুপ্রিম কোর্টের প্রাক্তন মহিলা কর্মীর অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে তার বিরুদ্ধেই বিক্ষোভ। অভিযোগকারিণী নিজেকে বিচার প্রক্রিয়া থেকে সরিয়ে নিয়ে বলেছেন, তিনি ভীত। প্রকৃত ন্যায় বিচার তিনি পেলেন না। এদিন বিক্ষোভকারীরা হাতে হাতে প্ল্যাকাৰ্ড নিয়ে বিক্ষোভ দেখান। প্ৰসঙ্গত, সোমবার সুপ্ৰিম কোৰ্টের প্ৰধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ভিত্তিহীন বলে ক্লিনচিট দিয়েছে সুপ্ৰিম কোৰ্টের তিন বিচারপতির প্যানেল। এই প্যানেলে রয়েছেন বিচারপতি এস এ ববদে, বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি ইন্দু মালহোত্ৰ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.