Header Ads

এনারসির বায়োমেট্রিকের ভয়ে আত্মহত্যা করলেন বকোর ৯৫বছরের বৃদ্ধ




                  

  নয়াঠাহর প্রতিবেদনঃ এনআরসির আতঙ্কে আত্মহত্যা করলেন  ৯৫ বছরের এক বৃদ্ধ । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বকোর সন্তলী এলাকাতে ২৫ শে মে শনিবার। উল্লেখ্য যে আফরাস আলী নামের এই বৃদ্ধ  বায়োমেট্রিক পদ্ধতি নিয়ে আতঙ্কে ছিলেন। বিষয়টি বোঝার জন্য তিনি গত ২৩ মে রাঙ্গিয়ার একটি এনারসি কেন্দ্রে  গিয়েছিলেন তিনি।শুনানি প্রক্রিয়াতে প্রতিটি ব্যক্তিকে উপযুক্ত নথিপত্রের ভিত্তিতে বায়োমেট্রিক এর কাজ শেষ করতে হয় এই বিষয়টি নিয়ে তাঁর মনে এক আতঙ্কের সৃষ্টি হয়েছিল। স্থানীয় নাগরিকরা আলীর আত্মহত্যার প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন যে শুনানির সময় বায়োমেট্রিক পদ্ধতি নিয়ে এক আতঙ্ক তার মানে বাসা বেঁধেছিল। আর তার মানে ধারণার সৃষ্টি হয়েছিল যে কিছুতেই তিনি নিজেকে ভারতীয় নাগরিক হিসাবে প্রমাণ করতে পারবেন না ,এবং পরিবারকেও তিনি বাঁচাতে পারবেন না ।ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করতে না পারলে তাকে এবং তার পরিবারকে সবাইকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেয়া হবে ।এই ভয়ে তাকে তাড়া করছিল বেশ কিছুদিন ধরে ।ফলে এই চাপ সহ্য করতে না পেরে গত শনিবার বকর সন্তলি গ্রামে নিজের ঘরে আত্মহত্যা করেন তিনি।রবিবার তাকে মৃত অবস্থায় ঘর থেকে উদ্ধার করা হয়। এই ঘটনা রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.