Header Ads

দেওঘরে পালিত হল শ্রীশ্রী ঠাকুরের ৪৫তম স্নান মহোৎসব

 
নয়া ঠাহর প্রতিবেদন,দেওঘর: গত সোমবার,শুভ ৪৫ তম স্নান মহোৎসব পালিত হল, দেওঘর সৎসঙ্গ আশ্রমে। মহোৎসবে দেশের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এসে ভিড় করেন। মহোৎসব উপলক্ষে বেশ কয়েকদিন আগে থেকেই ভক্তরা আসতে শুরু করেন। শ্রীশ্রী ঠাকুর ও শ্রীশ্রী বড়মার অষ্টধাতুর তৈরি বিগ্রহদ্বয় নিয়ে যাওয়া হল 'সুইমিং পুলে' সারম্বরে। অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের কীর্তন,শঙ্খধ্বনি,উলুধ্বনি ও বেদমন্ত্র পাঠে পরিবেশ মুখরিত হয়ে ওঠে। বাবাইদাদা, বিংকি দাদা, ঠাকুর পরিবারের পুজোনীয়া মা সমেত অন্যান্যদের উপস্থিতিতে শ্রীবিগ্রহ মূর্তির মহাস্নান পর্ব বিশেষ পবিত্রতার মধ্য দিয়ে শেষ হয়। এদিন সন্ধ্যায় প্রার্থনা আদির বিশেষ  অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.