Header Ads

৪ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা হারাঙ্গাজাও অংশ দেখভালের দায়িত্ব অস্থায়ী ভাবে এইচসিসির হাতে তুলে দেবে নাহাই

     বিপ্লব দেব, হাফলংঃ হাফলং-শিলচর ৫৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের এএস ২১ প্যাকেজের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ২৫ কিলোমিটার বেহাল অংশ সংস্কারের দায়িত্ব এবার তুলে দেওয়া হবে হিন্দুস্থান কনস্ট্রাকশন কোম্পানি (এইচসিসি)-কে। এমনই আশার বানী শুনালেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের গুয়াহাটি আঞ্চলিক কার্যালয়ে নাহাইর চিফ জেনারেল ম্যানেজার সুনীল জিন্দাল। নাহাই-র গুয়াহাটির আঞ্চলিক কার্যালয়ে সিজিএম সুনীল জিন্দাল এন সি হিলস ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরামের সভাপতি ডেভিড কেভমকে বলেন যতদিন পর্যন্ত জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও অংশের ২৫ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য নাহাইর দিল্লি কার্যালয় থেকে ৪৯ কোটি মঞ্জুর হয়ে না আসে ততদিন পর্যন্ত এই রাস্তা অস্থায়ী ভাবে দেখভালের দায়িত্বে থাকবে এইচসিসি নির্মান সংস্থা। তাছাড়া এএস ২২ প্যাকেজের মাইবাং জাটিঙ্গা সড়ক সংস্কারের জন্য ২০ কোটি টাকা ইতিমধ্যে মঞ্জুর করেছে নাহাই-র দিল্লি কার্যালয় এখন শুধু টেন্ডার ডাকা বাকি শীঘ্রই মাইবাং জাটিঙ্গা অংশের সংস্কার কাজ শুরু করার জন্য টেন্ডার ডাকা হবে। এর আগে বহু বার নাহাই জাটিঙ্গা হারাঙ্গাজাও সড়ক সংস্কার করার কথা জানালে নাহাই তাদের কথা রাখেনি প্রতিবারই ব্যর্থ হয়েছে। গত ১৩ এপ্রিল ডিমা হাসাও জেলার জেলাশাসক অমিতাভ রাজখোয়ার সঙ্গে বৈঠকে বসে নাহাই-র গুয়াহাটি কার্যালয়ের জেনারেল ম্যানেজার এস কে ভার্মা ১৪ এপ্রিল থেকে জরুরিকালীন ভিত্তিতে রাস্তা সংস্কারের কাজ শুরু করবে বলে জানালে কার্যত আজ পর্যন্ত রাস্তা সংস্কারে হাত দেয়নি নাহাই কর্তৃপক্ষ। কারন হাফলং-শিলচর ৫৪ নম্বর জাতীয় সড়ক (সম্প্রসারন)-য়ের জাটিঙ্গা হারাঙ্গাজাও অংশ সংস্কার কাজ নিয়ে তেমন গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.