Header Ads

রানীর গভীর খাদে পড়ে গুরুতর আহত এক বুনোহাতি

দেবযানী পাটিকর, গুয়াহাটি: শহরের মাঝে মঙ্গলবার একটি বুনো হাতির মুক্ত বিচরণের পর গুয়াহাটি সংলগ্ন রানীর সাতার গ্রামে একটি দাঁতাল মঙ্গলবার রাতে গভীর খাদে পড়ে যায়। স্বাভাবিকভাবেই হাতিটি গুরুতরভাবে আহত হয়। স্থানীয় লোকদের বক্তব্য, খাদ্যের সন্ধানে বনাঞ্চল থেকে হাতিটি  লোকালয়ে বেরিয়ে এসেছিল এবং তখনই হয়তো সে গর্তে পড়ে যায় । 
বুধবার সকালে স্থানীয় লোকরা হাতিটিকে দেখে সঙ্গে সঙ্গে রানী আঞ্চলিক বন বিভাগকে খবর দেয়। বনকর্মীদের একটি
দল ঘটনাস্থলে পৌঁছে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হাতিটিকে স্থানীয় লোকদের সাহায্যে উদ্ধার করে করার চেষ্টা চালায়।কিন্তু কাজটি সহজ ছিল না। সবার অক্লান্ত চেষ্টার পর প্রায় ৭ ঘণ্টার পর গজরাজকে খাঁদ থেকে উদ্ধার করা হয়।
অবশ্য উপযুক্ত সাজ সরঞ্জাম না থাকা সত্ত্বেও রানী বন বিভাগের কর্মীরা জাখমি হাতিটিকে চিকিৎসা প্রদান করে ও কিছু পরিমাণে স্বস্তি দিতে সক্ষম হয় । ওদিকে স্থানীয় মানুষের ভাষ্য, প্রায় রানীর বনাঞ্চল থেকে খাদ্যের সন্ধানে বুনো হাতির ঝাঁক বেরিয়ে আসে । এই হাতিটিও  হয়তো খাদ্যের সন্ধানে বেরিয়ে এসেছিল এবং খাঁদে পড়ে যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.