Header Ads

কালবৈশাখীর তান্ডবে তছনছ পাঁচগ্রাম জিপির ভূমিহীনরা

নয়া ঠাহর প্রতিবেদন, পাঁচগ্রাম: রবিবার দুপুরের কালবৈশাখীর তান্ডবে তছনছ পাঁচগ্রাম। সেখানে জিপির ভূমিহীনদের সদ্য পাওয়া জমিতে পি.এম.এ.ওয়াই প্রকল্পের নবনির্মীয়মান ঘরগুলির দেওয়াল ভেঙে পড়েছে কালান্তক ঘূর্ণিঝড়ে। 
মোট পাঁচ পরিবারের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের অধিকাংশ দেওয়াল ভেঙে পড়ায় বিরাট অর্থসংকটের মুখোমুখি হতে হবে দিনদরিদ্র হিতাধীকারিদের। পাঁচগ্রাম জিপির ভূমিহীনদের পাওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজে মারমুখী বর্ষনে ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়া পরিবারদেরকে আর্থিক সহায়তার জন্য জিলা প্রশাসনের এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষন করেন ভূক্তভোগীরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.