Header Ads

হাইলাকান্দি জেলায় দুই গোষ্ঠীর সংঘর্ষে এক ব্যাক্তির মৃত্যু, ঘটনার তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

                                                   


 বিপ্লব দেব, হাফলংঃ বরাক উপত্যকার হাইলাকান্দি শহরে শুক্রবার জুম্মার নমাজের সময় দুই গোষ্ঠীর সংঘর্ষে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। শুক্ৰবার দুপুরে হাইলাকান্দি শহরের মাড়োয়ারি পট্টীর মসজিদের সামনে মুসলমান সম্প্রদায়ের মানুষ রাজপথে নমাজ পড়ার চেষ্টা করলে একাংশ যুবক এতে বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে সংঘর্ষ বাধে দুই গোষ্ঠীর মধ্যে এতে জখম এক ব্যাক্তির খবর পাওয়া গেছে। গোটা হাইলাকান্দি শহরের পরিস্থিতি থমথমে রয়েছে। জানা গেছে দুই গোষ্ঠীর সংঘর্ষে বহু বাড়িঘরে আক্রমন করা হয়েছে শহরে অনেক যনবাহনে আক্রমন চালিয়ে ভাঙ্গচুর চালায় দুষ্কৃতীকারীর দল।  পরিস্থিতি বিবেচনায় হাইলাকান্দি শহরে কার্ফু জারি করে জেলাপ্রশাসন। বর্তমানে লাল সংঙ্কেতে রয়েছে হাইলাকান্দি জেলা। এদিকে হাইলাকান্দির ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব রাজীব বরুয়াকে এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে হাইলাকান্দির ঘটনা নিয়ে পর্যালোচনা করতে রাজ্যের বন ও আবগরি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য অসম পুলিশের এডিজিপি মুকেশ আগরওয়াল পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগের আয়ুক্ত সচিব তথা হিলস ও বরাক উপত্যকার কমিশনার আনোয়ার উদ্দিন চৌধুরীকে হাইলাকান্দি উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.