Header Ads

হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় জেলার ১৩ জন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা দিল হাফলং অখণ্ড মহিলা সমিতি




 বিপ্লব দেব, হাফলংঃ হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় ডিমা হাসাও জেলার ১৩ জন কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানালো হাফলং অখন্ড মহিলা সমিতি। গত রবিবার হাফলং অখন্ড মন্ডলির মহিলা সমিতির উদ্যোগে ও হাফলং অখন্ড মন্ডলির ব্যবস্থাপনায় হাফলঙের নবনির্মিত অখন্ড উপাসনা মন্দিরে  জেলার ২০১৮-১৯ বর্ষের হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় কৃতি ১৩ জন ছাত্র-ছাত্রীদের জাঁকালো সংবর্ধনা জানানো হয়। এই সংবর্ধনায় বিকেল সাড়ে চারটায় হাফলং অখন্ড উপাসনা মন্দিরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় উত্তীর্ণ জেলায় সেরা দশে স্থান করে নেওয়া ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফলং নগর সমিতির প্রাক্তন চেয়ারম্যান অনিল দাউলাগাপু। এছাড়া সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মৌসুমী ভট্টাচার্য শিক্ষিকা রমা বর্নার প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানের প্রথমে পরমাধ্য শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব বাবামনির প্রতিকৃতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় তার পর অখন্ড সংহিতা পাঠ আবৃত্তি এবং স্বরূপানন্দ সংগীত পরিবেশন করা হয়। এর পরেই অনুষ্ঠানে কৃতি ছাত্রদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে সমীর মজুমদার সুব্রত নাথ  মিলন নাথ  ও সুব্রত নাথ বক্তব্য রেখে কৃতি ছাত্র-ছাত্রীদের আরো বেশি করে শিক্ষা ক্ষেত্রে মনোনিবেশ করে সুনাম অর্জন করার পাশাপাশি শিক্ষার সঙ্গে নিজের চরিত্রকে ঠিক রেখে সঠিক দিশায় এগিয়ে যাওয়ার জন্য উপস্থিত সবাইকে আহ্বান জানান। এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফলং অখন্ড মহিলা সমিতির সম্পাদিকা সুদীপা দেব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.