Header Ads

আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন বিষয়ে জেলা প্রশাসনের সভা

দেবযানী পাটিকর ,গুয়াহাটিঃ কামরুপ জেলা শাসক বিশ্বজিৎ পেগু বৃহস্পতিবারে গুয়াহাটির আবর্ত ভবনে অনুষ্ঠিত এক সভায় জেলা প্রশাসনের শীর্ষ আধিকারী  ও বিভিন্ন বিভাগের উচ্চ আধিকারিকদের সাথে বৈঠকে বসেন। আগামী ২১ জুন পঞ্চম আন্তরাষ্ট্রীয় যোগ দিবসের  সাথে জড়িত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এদিনের সভায় আন্তর্জাতিক যোগ দিবসকে সাফল্যমণ্ডিত করে তুলতে জেলার বিভিন্ন বিভাগের আধিকারিকদের দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে বিস্তারিত ভাবে আলোচনা করেন । উল্লেখ্য যে এইবার আন্তর্জাতিক যোগ দিবস রাজ্যিক পর্যায়ের কেন্দ্রীয় কার্যসূচি নিয়ে গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে । খানাপারা পশু চিকিৎসালয় মহাবিদ্যালয় ময়দানে এই কার্যসূচি অনুষ্ঠিত করবার জন্য জেলা প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। জেলা শাসক পেগু  সভাতে আন্তর্জাতিক যোগ দিবসের উদযাপনের গুরুত্বও  প্রাসঙ্গিকতার বিষয় উল্লেখ করেন । এদিনের বৈঠকে স্বাস্থ্য, ক্রীড়া, পুলিশ, জনস্বাস্থ্য অধিকারী, স্বাস্থ্য সমেত বিভিন্ন বিভাগ নিয়ে যোগ দিবসের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।  কাজের সাথে জড়িত সংশ্লিষ্ট সমস্ত বিভাগকে জেলা শাসক আসন্ন আন্তর্জাতিক যোগ দিবস কে সাফল্যমন্ডিত করে তোলার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। সভাতে কামরুপ জেলা উন্নয়ন অফিসার  ড0 বিজয় চৌধুরী , জেলা পরিষদের মুখ্য কার্যকরী অধিকারিক  বিষয় কৃষ্ণ বড়ুয়া, গুয়াহাটি পৌর নিগমের  অতিরিক্ত কমিশনার বিদ্যুৎবিকাশ  ভাগবত, রাতুল পাঠক গুয়াহাটির সার্কেল অফিসার দামোদর বর্মনও  বিভিন্ন জেলার অনন্য  বিভাগের অধিকারিকদের সাথে  আর্ট অফ লিভিং, পতঞ্জলি যোগ শিবিরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.