Header Ads

ঘূর্ণিঝড় ফণির তাণ্ডবের পর পুরীর জগন্নাথ মন্দিরের জ্বললো আলো

নয়া ঠাহর প্রতিবেদন, কটকঃ  ঘূর্ণিঝড়ের ফনির তাণ্ডবের পর অন্ধকারে ডুবে গিয়েছিল পুরী সহ গোটা ওড়িশা। রাজ্যের অধিকাংশ এলাকাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় । ঝড়ের তাণ্ডবের ফলে পুরীর জগন্নাথ মন্দির অন্ধকারে ডুবে ছিল। আর প্রায় ১২ দিন পরে বুধবার রাতে আলো জ্বলল  বিখ্যাত জগন্নাথ মন্দিরে । বিদ্যুৎ সংযোগ করা হয় জগন্নাথ মন্দিরে ফলে আলোকিত হয়ে ওঠে গোটা মন্দির প্রাঙ্গন।  মন্দির আলোকিত হওয়ার ফলে খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক । খুশি রাজ্যের লোকেরা ।মুখ্যমন্ত্রী  নিজেই টুইট করে জানান এ কথা।ঝড়ের তাণ্ডবের পর যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছিল। তবে গোটা জেলাতে এখনও অনেক জায়গায় বিদ্যুত সংযোগ বাকি রয়েছে। আশা করা যাচ্ছে যে আগামী কিছুদিনের মধ্যেই এর সব কাজ শেষ হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.