Header Ads

মাদক নিবারণ কেন্দ্রের যাত্রা শুরু শিলচর মেডিকেল কলেজে


 চার্ব্বাক দেব,শিলচরঃ এক  মাদক নিবারণ কেন্দ্রের শুভ উদ্বোধন হল বৃহস্পতিবার  শিলচর মেডিকেল কলেজ প্রাঙ্গনে। কলেজের অধ্যক্ষ ডঃ বাবুল কুমার  বেজবড়ুয়া ও মানসিক বিভাগের চিকিৎসক  ডঃ প্রসেনজিৎ ঘোষের প্রচেষ্টায় এ সেন্টার আরম্ভ হল। মাদক সেবন রোধ ও সঠিক চিকিৎসাই হবে এ সেন্টারের প্রধান কাজ। অসম এইডস কন্ট্রোল সোসাইটি ও শিলচর মেডিক্যাল কলেজের যৌথ উদ্যোগে মাদকের বিরুদ্ধে লড়াইয়ে এরূপ সেন্টারের  যথেষ্ঠ প্রয়োজন আছে বলে জানান অধ্যক্ষ ডঃ বেজবড়ুয়া। সুষ্ঠু ও মাদক নির্মূল সমাজ গড়তে চিকিৎসকদের এক বিশেষ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন মেডিকেল কলেজের  সুপারিনটেনডেন্ট ডঃ অভিজিৎ স্বামী। উদ্বোধন অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ ডঃ বেজবড়ুয়া, মাদক নিবারণ কেন্দ্রের নোডাল অফিসার ডঃ প্রসেনজিৎ ঘোষ সহ ডঃ পিনাকী চক্রবর্তী, ডঃ রাজীব দে, ডঃ ভাস্কর গুপ্ত,  ডঃ ঋতুরাগ ঠাকুরিয়া, ডঃ পৃথিরাজ ভট্টাচার্য, ডঃ ভবতোষ রায় সহ কলেজের  অন্যান্য বিভাগের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। এ কেন্দ্রে যারা মাদক সেবন থেকে নিজেকে বিরত রাখতে ইচ্ছুক তারা সরাসরিভাবে যোগযোগ করলে বিভাগীয় কর্মীরা প্রয়োজনীয় চিকিৎসার  ব্যাবস্থা করবেন বলে জানান মানসিক বিভাগের প্রধান ডঃ রেজা উজ জামান । এ বিভাগ টি প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২টা অব্দি খোলা থাকবে বলে কলেজ কর্তৃপক্ষ জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.