Header Ads

৩ মাস পিছিয়ে গেল অযোধ‍্যা মামলার শুনানি

   নয়া ঠাহর প্রতিবেদন, নয়াদিল্লি: ৩ মাস পিছিয়ে গেল অযোধ‍্যা মামলার শুনানি। শুক্রবার মধ‍্যস্থতাকারীদের আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। ১৫ আগস্ট পর্যন্ত সময় পেলেন মধ‍্যস্থতাকারীরা। গত ৮ মার্চ সুপ্রিম কোর্ট প্রাক্তন বিচারপতি ফকির মহম্মদ কালিফুল্লার নেতৃত্বে ৩সদস‍্যের  কমিটি গঠন করে। কমিটিতে আছেন শ্রী শ্রী রবিশঙ্কর, প্রবীণ আইনজীবী শ্রীরাম পঞ্চু। ২মাসের মধ‍্যে রিপোর্ট দিতে বলা হয়েছিল কমিটিকে। ৬ মে কমিটি তাদের অন্তবর্তী রিপোর্ট মুখবন্ধ খামে জমা দিয়েছে। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস এম বোবদে, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি আবদুল নাজির মামলাটি শুনেছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছেন তাঁরা অযোধ‍্যা মামলার সমস‍্যা সমাধানের ব‍্যাপারে আশাবাদী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.