Header Ads

প্ৰয়াত একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় সংগীতশিল্পী সুবীর নন্দী


নয়া ঠাহর প্ৰতিবেদন, কলকাতাঃ মঙ্গলবার ভোর সাড়ে চারটায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় সংগীতশিল্পী সুবীর নন্দী। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় পরপর তিনবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সুবীর নন্দী। এর আগে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়ও একবার হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর। সেসময় ১৮ দিন বাংলাদেশের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৩০শে এপ্রিল সিঙ্গাপুরে নেওয়া হয় তাঁকে। গানের জগতে অবদানের জন্য চলতি বছরই তাঁকে একুশে পদক সম্মানে ভূষিত করে বাংলাদেশ সরকার। বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্রের প্লে ব্যাকে তাঁর অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। চলচ্চিত্রে প্লেব্যাকের জন্য চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। ১৯৮৪ সালে ‘মহানায়ক’, ১৯৮৬ সালে ‘শুভদা’, ১৯৯৯ সালে ‘শ্ৰাবণ মেঘের দিন’, ২০০৪ সালে ‘মেঘের পরে মেঘ’, ২০১৫ সালে ‘মহুয়া সুন্দরী’ চলচ্চিত্ৰে প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করেছেন তিনি। তাঁর জন্ম বাংলাদেশের সিলেটে। ছোটবেলা কেটেছে বাংলাদেশের ঢাকা এবং ভারতের কলকাতায়। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তাঁর মৃত্যুতে সংগীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.