Header Ads

ডিটেনশন ক্যাম্পে আবার মৃত্যু,সরকার নীরব, জন্ম হল নতুন দলের

নয়া ঠাহর প্রতিবদন, গুয়াহাটিঃ বিজেপি সরকারের  আনুকূল্যে   অসমে ডিটেনশন ক্যাম্পগুলিতে  মৃত্যুর মিছিল চলছে।  প্রতিপদে মানবিকতা লঙ্ঘিত হচ্ছে, সারা দেশ  বিস্ময়কর ভাবে চুপ। শনিবার তেজপুর ডিটেনশন  ক্যাম্পের  বাসুদেব বিশ্বাস নামে এক বৃদ্ধ মারা গেলেন। বিগত ৪ বছর থেকে আবদ্ধ  করে রাখা হয়ে ছিল। ১৯৭১  এর আগের ভারতীয় নাগরিত্বের সব  নথিপত্র ছিল, নগাঁও জেলার আমনাগান অঞ্চলের ৬০ বছরে  বাসুদেব প্রায় বিনা চিকিৎসায় খাট  থেকে পরে  মারা যান বলে অভিযোগ পাওয়া গেছে। এই  ঘটনার নিন্দা করেছে ফেডারেশনের    সভাপতি দীপক দে, চিত্ত পাল প্রমুখ।  বিজেপি দলকে জিতিয়ে আনা  বাঙালিরা, আজ বিজেপি আমলে অস্তিত্বের সংকটে ভুগছে, হিন্দু মুসলিম উভয় সংখ্যলঘু  জনগণ আজ বিজেপি এবং জাতীয়তাবাদী সংগঠনগুলোর  নরম  টারগেট। সেদিকে লক্ষ্য রেখে  রবিবার নিম্ন অসমের বিজনী শহরে  হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের প্রতি নিধীরা নতুন এক দলের জন্য দিলেন।  ভারতীয় নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ নামে নতুন  দলের সভাপতি হলেন বিশিষ্ট    সমাজ কর্মী  জামসের আলী, দুই  সাধারণ সম্পাদক অজয় রায় এবং  নন্দ ঘোষ মনোনীত হয়েছেন। বিধায়ক কমালাক্ষ দে   পুরকয়স্থ, চিত্ত পাল সহ আরো অনেকে এদিনের সভায় ছিলেন। বিধায়ক জানান প্রতি জেলায় এই নতুন     দল  তীব্র আন্দোলন গড়ে তুলবে।  চিত্ত অভিযোগ করেন চিরাং ৫    ব্যক্তি ১৮ হাজার মানুষের বিরুদ্ধে  আপত্তি পেশ  করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.